ইউরিনারি ট্রাক্ট ইনফেক্সন জনিত সমস্যা নিয়ে অবহেলা করবেন না। সাধারনতঃ ইউরিন কালচার টেস্টে, সাথে আল্ট্রাসাঊন্ড টেস্টে ধরা পড়ে আপনার এই সমস্যার অবস্থা। আমি অন্তর্জালে ঘাটাঘাটি করে কিছু তথ্য পেলাম < এইখানে >
আমাদের দেশের ওয়াসার পানির অবস্থা অতি খারাপ, সাথে পানি অনিয়মিত খাওয়া, সাস্থ্য জ্ঞানের অভাব সব মিলিয়ে করুন অবস্থা এদেশের মানুষের। বাজারে সান্তারা, অ্যাল্কুলি নামে কিছু ঔষধ পাওয়া যায়, যা পানির সাথে মিশিয়ে খেতে হয় জ্বালাপোড়া সাময়িক নিবাড়নের জন্য; কিন্তু যদি প্রায়ই আপনার এ সমস্যা হয়, তবে অবশ্যি ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
পরিশেষে সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টা করাটাই শ্রেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন