১। সময়ের টাইমলাইন ঃ
শুন্য অদ্ভূতুড়ে আবেগ, জানিনা কার জন্যে,
জানি
শুধু সময় জানে
সময় বলবে কোন এক সময়ে আমায়
এই
তো সেই, যার অপেক্ষায় তুমি।
সবাই মোরা সেই সময়ের প্রতীক্ষায়
এ
সময় যেন আর থমকে না দাড়ায়।
২। দেশের জন্য যখন নিজের ভেতরটায় হুহু করেঃ
এদিক সেদিক ঘুরে ফিরে, সময় কাটে ফুরফুরিয়ে
দিনের শেষে ফিরে দেখি মনটা নিরুদ্বেশ,
মনের ভিতর ধুধু করে, হা হা বাড়ে তরতরিয়ে
ফিরব কবে তোমার কাছে, আমার ছোট্ট দেশ।
৩। নিজের বাড়ন্ত বয়স নিয়ে উদ্বিগ্ন যখনঃ
গল্প হল শুরু, শেষটা কবে গুরু
এমনি করেই চলতে চলতেই হচ্ছি কেবল বুড়ো।
৪। আমার অর্ধাঙ্গিনী যখন চলন্ত গাড়ি থেকে মাইক্রো সাইজের টিস্যু ফেলে লিটারিঙ্গের ফাইন খায়ঃ
শুভংকরের পুলিশ, বানিয়ে ছাড়ল ফুলিশ ...
বলে দিনে দুপুরে কি যা তা ফেলিস!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন