মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

আত্নকথন

আর মাত্র দিন কয়েক পর সিডনির উদ্দেশ্যে রওনা হবো। যতই দিন যাচ্ছে মনে পিছুটান বাড়ছে, ভাল না লাগার বিভিন্ন উপলক্ষ হচ্ছে। সারাক্ষন ঝিম মেরে বসে থাকি, চেষ্টা করি টুকটাক গোছানোর; আসলে গোছানোরও খুব বেশি কিছু নাই। বেশিরভাগ জিনিষই এর-ওর বাসায় ফেলে রেখে যাব। বিক্রি করলে ১/৩ ভাগের কমও টাকা পাওয়া যায় না; সাথে বরং মনটা খারাপ হয়।
       এদিকে অস্ট্রেলিয়ার রেসিজমের খবর গুগলে সার্চ দিয়ে পড়ি আর মনে ভয় ধরে। ভয়ের আরও কারন পুরা পরিবার নিয়ে যাচ্ছি; ছেলে আমার বড় হবে সেখানে, পড়বে সেখানের স্কুলে। নতুন দেশের দ্বিতীয় শ্রেনীর নাগরিক হয়ে বেঁচে থাকার সংগ্রাম করতে হবে; যদিও এ নিয়ে আমি ভীত নই।নিশ্চয় আল্লাহ্‌ কোন না কোন ব্যবস্থা করবেন, কিন্তু ভয় সেই রেসিজমকেই। আসলে দেশ ছাড়বার মূল কারন দেশের সবকিছুতেই অসংগতি পেয়ে, যদিও টিকটিকির মতো ভালভাবেই বেঁচে ছিলাম। তবুও ছাড়ছি, হয়তো ভাল কিছুর আশায়, হয়তো কপালের ফেরে। (চলবে)

২টি মন্তব্য:

  1. রেসিজম নিয়ে অহেতুক আতংকের কিছু নাই। যা পড়ছেন এখানে সেখানে , তার বেশীর ভাগেরই কোনো ভিত্তি নেই। বর্নবাদ সবখানেই আছে, সে বাংলাদেশ হোক বা অস্ট্রেলিয়াই হোক। এটা মোবাবেলা করেই চলতে হবে আমাদের।
    আপনার যাত্রা শুভ হোক। এখানে আসলে যোগাযোগ ও দেখা হবে ইনশাল্লাহ। আমার সীমিত সাধ্যের মধ্যে পাশে থাকবার চেস্টা করবো।
    প্রাথমিক অবস্থায় অনেক কস্ট ও সমস্যা হবে নানা কিছু নিয়ে, সময়ে সেটা কেটে যাবে। ধৈর্য ধরতে হবে, কস্ট করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে এখানকার মতো, চেস্টা চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ সফল আপনি হবেনই।

    উত্তরমুছুন
  2. সুমন ভাই অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য, আপনার কথায় ভরসা পেলাম - ধন্যবাদ আপনাকে। অবশ্যই দেখা হবে ক্যাংগারুর দেশে...

    উত্তরমুছুন