শুক্রবার, ২০ আগস্ট, ২০১০

আত্নকথন (শুন্যতা)

রোজা রাখলে নিজের মধ্যে কেমন জানি শুন্যতা বিরাজ করে, আসলে কতবড় শুন্যতায় আমরা সবাই বেঁচে আছি - এ সম্পর্কে হয়তো আমাদের কারও পরিস্কার ধারনা নাই। একঘেয়ে জীবনে একটানা একই রকম অনুভূতির মধ্যে দিয়ে আমাদের নিত্য বসবাস। শুকিয়ে যাওয়া কল্পনা এখন আর সজীব হয়ে ফুঁটে উঠতে পারে না নিজের মতো করে। ক্রমাগত সংগ্রাম চারপাশের কঠিন হতে কঠিনতর হয়ে উঠা পরিবেশের সাথে নিজেকে অভি্যোজিত করার প্রয়াসে।নিজের সাথে আনন্দ করা যেন এখন হয়ে উঠেছে অনেকটা গদ্য কার্টূনের মতো, যেখানে রূঢ় চারিত্রিকতায় আকর্ষিত আমরা। ভাল একটা বন্ধুর খোঁজে মনে হয় এ জীবনটাই পার হয়ে যাবে, তবুও সত্যিকারের সেই বান্ধব মানুষটাকে হয়তো কখনো খুঁজে পাওয়া যাবে না। এত সব না পাওয়ার খোঁজে নিজের মনের মধ্যেই শুন্যতার সৃষ্টি, সেখানে দিন শেষে ইফতারে মনকে মানাতে চাওয়া, শরীরকে বলতে চাওয়া -- এই চেষ্টাময় বাঁচার স্নিগ্ধতাতেই হয়তো পূর্নতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন