যেমন কাল, বড় স্ক্রীনের টীভিগুলো দেখে ভবিষ্যতে পয়সা হলে কোনটা পছন্দ করব তা যাচাই করতে নেমে পড়লাম। অনেক সময় নিয়ে দেখে শুনে পছন্দও করে ফেললাম, তারপর JB-HIFI' দোকানটা থেকে বের হবার সময় মনে হলো -- 'প্রয়োজন জিনিষটাই আপেক্ষিক, এ থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মংগল'। :-)
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০১০
দিনাতিপাত-২
ডিসেম্বর এর এই সময়, চারদিকে খালি কেনাকাটার ধুম, স্পেশাল অথবা SALE এর ছড়াছড়ি। কে কত কম দামে জিনিষ ছেড়ে দিতে পারবে আর ক্রেতারা কত দ্রূত সেটা বগলদাবা করতে পারবে - এর প্রতিযোগিতা চলে সারাটা মাস ধরে। অবশ্য আমি যেহেতু এখনও বেকার, তাই আমার কাছে সবই সমান। আমি তাই যখন এখানকার westfield shopping center এ যাই (না হলেই নয়, এমন কিছু দরকারী জিনিষ কিনতে), তখন আমি হয়ে যাই অনেকটা সাদা-কালো চোখের ভিখিরির মতো অথবা বলা যেতে পারে, শুন্য চোখে যা দেখি সবই বেশি বেশি লাগে, তবে শখও যে হয় না তা নয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সময়ে সবই ঠিক হয়ে যায় ও হবে এবং হবেই।
উত্তরমুছুনআমি ঘর থেকেই বের হইনি এ কটা দিন। কিছু যদি পছন্দ হয়ে যায়।
উত্তরমুছুনধন্যবাদ সুমন ভাই, ভরসা পেলাম।
উত্তরমুছুন-------------------------------------------
সাকলাইন ভাইঃ যেভাবে মূল্যহ্রাস ঝুলিয়ে রাখে, মনে হয় ঘর থেকে টেনে বের করে ফেলবে। ;-)