শনিবার, ৮ জানুয়ারী, ২০১১

আত্নকথন (নিরুত্তাপ ইচ্ছে)

মাঝে মাঝে জীবনের হিজিবিজি সময় থেকে পালাতে ইচ্ছা করে, যদিও সবসময় পালানো যায় না। আর যখন পালাতে পারি না, তখন বড্ড একঘেয়ে লাগে, কিছুই যেন ভাল লাগে না। নিজেকে মনে হয় তখন সময়ের স্রোতে ডুবে যাওয়া পথিকের মতো -- ডুবছি ডুবছি আর ভেসে থাকতে পারছি না যেন। মনের আনন্দ যেন বিকশ কালো ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। চোখ দুটো শুন্য হয়ে পড়ে, শুন্য মনের মতো। নিরুত্তাপ দৃষ্টিতে তাকিয়ে বৃষ্টি দেখতে ইচ্ছে করে।

পুরোনো বন্ধুগুলোকে আবার খুঁজতে ইচ্ছা করে; আবার ফিরে যেতে ইচ্ছে করে সহজ জীবনের টানাপোড়নে।মন চায় মানুষের সহজ ভালবাসাগুলো ছুঁয়ে দেখতে, আরেকবার ভাবতে ইচ্ছে করে নিজেকে বড্ড বেশি সহজ, সাধারন।

ফিরে ফিরে নিজের পুরোনো আকাশটাকে দেখি; ভাললাগার ডানা মেলে আরেকবারের জন্য বাঁচতে ইচ্ছে করে, ভাবিয়ে তুলতে ইচ্ছে ভালবাসার আপন মনটাকে ... ।













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন