বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১

আত্নকথন ( মিথ? )

স্বপ্ন পরাহত হতে হতে মাঝে মাঝে জেগে উঠে, কল্পনার গল্প মাঝে মাঝে হারিয়ে না গিয়ে আবার ফিরে আসে; এ যেন মাঝে মাঝে সাগরে হারিয়ে যাওয়া বালুকনার মতো; -- আমার সময়টাও এখন অনেকটা সেরকম। সব কিছু মিলিয়ে মাঝে সাঝে যে খুব নিজেকে পথ হারিয়ে যাওয়া নাবিক মনে হয় না, তা নয়; তবুও যখন দুরের বাতিঘরের মতো আলো খুঁজে পাই তখন থমকে দাড়াই; আরও একটু আলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। চোখের প্রান্ত থেকে যেন আবার হারিয়ে না যায় আলোটুকু তারই প্রচেষ্টায় থাকি। 

বেশি কিছু যেন কেন লিখতে ইচ্ছে করছে না; অনেক বার করে একটা গান শুনছি ... কেন জানি কথাগুলো মনের ভেতর ঢুকে যাচ্ছে যাচ্ছেতাই ভাবে। নিজের মাঝে একটা দূর্লভ ভাললাগা কাজ করছে, মায়া লাগছে নিজের প্রতিই ...।

 






২টি মন্তব্য:

  1. Dear Shafquat,
    Hope everything will be fine very soon.
    Always we miss u man.
    Have a nice day.
    Regards

    উত্তরমুছুন
  2. জাহাঙ্গির ভাইঃ আমার ব্লগে যে আপনিও হানা দেন, জানা ছিল না। খুব ভাল লাগলো, এবং লাগে আমার প্রতি আপনাদের ভালবাসা দেখে; আমিও অসম্ভব মিস করি আপনাদের, পিছনের সময়টাকে। অনেক ভাল থাকবেন।

    উত্তরমুছুন