বেশি কিছু যেন কেন লিখতে ইচ্ছে করছে না; অনেক বার করে একটা গান শুনছি ... কেন জানি কথাগুলো মনের ভেতর ঢুকে যাচ্ছে যাচ্ছেতাই ভাবে। নিজের মাঝে একটা দূর্লভ ভাললাগা কাজ করছে, মায়া লাগছে নিজের প্রতিই ...।
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১
আত্নকথন ( মিথ? )
স্বপ্ন পরাহত হতে হতে মাঝে মাঝে জেগে উঠে, কল্পনার গল্প মাঝে মাঝে হারিয়ে না গিয়ে আবার ফিরে আসে; এ যেন মাঝে মাঝে সাগরে হারিয়ে যাওয়া বালুকনার মতো; -- আমার সময়টাও এখন অনেকটা সেরকম। সব কিছু মিলিয়ে মাঝে সাঝে যে খুব নিজেকে পথ হারিয়ে যাওয়া নাবিক মনে হয় না, তা নয়; তবুও যখন দুরের বাতিঘরের মতো আলো খুঁজে পাই তখন থমকে দাড়াই; আরও একটু আলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। চোখের প্রান্ত থেকে যেন আবার হারিয়ে না যায় আলোটুকু তারই প্রচেষ্টায় থাকি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Dear Shafquat,
উত্তরমুছুনHope everything will be fine very soon.
Always we miss u man.
Have a nice day.
Regards
জাহাঙ্গির ভাইঃ আমার ব্লগে যে আপনিও হানা দেন, জানা ছিল না। খুব ভাল লাগলো, এবং লাগে আমার প্রতি আপনাদের ভালবাসা দেখে; আমিও অসম্ভব মিস করি আপনাদের, পিছনের সময়টাকে। অনেক ভাল থাকবেন।
উত্তরমুছুন