সান মাইক্রোসিস্টেমস্ (বর্তমানে অরাকল) - এর বেশ কিছু অসাধারন open source software আছে। তার মধ্যে Oracle Virtual Box (আগে নাম ছিল Sun xVM) অন্যতম। সহজ ভাবে বললে, এটা একটা সহজ virtualization software. এখন কেঊ যদি এবার জিজ্ঞেস করে বসে virtualization কি? তাহলে সহজ ভাবে এভাবে বলতে হবে যে, একের বেশি 'কাজ করার পরিবেশ' (execution environment) তৈরী করার জন্য যদি একই বা বরাদ্দ করা resource ভাগাভাগি করা হয় -- তাহলে এটাকে virtualization নামক buzz শব্দটা বলা যায়।
কেন ব্যবহার করবো এই virtual box software? অনেক কথার ফাঁকে না গিয়ে একটা উদাহরন দেই; ধরুন আপনার মনে শখ জাগলো বা আপনার কাজে লাগে এমন কোন Operating System আপনি আপনার কম্পুতে install করতে চান কিন্তু অবশ্যই প্রতিদিনকার ব্যবহৃত OS টা ফেলে দিয়ে নয়। এইরকম সময়ে ত্রাতা হিসেবে আসবে virtual box software টা।
আচ্ছা! এবার তাহলে চলবে তো আমার প্রতিদিনকার OS এ? অবশ্যই, windows, linux, solaris, opensolaris কিচ্ছু বাদ যাবে না ইনশাল্লাহ্।
software টা নামাতে যদি চান (কিছুটা আগ্রহ নিয়ে) তাহলে চলে যানঃ http://www.virtualbox.org/ এখানে খুব সহজেই Downloads Section এ খুঁজে পাবেন একেবারে নতুন চকচকে virtual box 4.0 version. (75.6 MB size দেখে দমে না যাওয়াই উত্তম)। এবার নামানোর পর ধাম করে install করে ফেলুন, দেখবেন একদম সহজ একটা user interface.
আচ্ছা তারপর? তারপর হলো এইবার একটু কষ্ট করে user manual এর ছবিগুলো দেখে ফেলেন।
(আমারও খুব একটা manual দেখে কিছু শিখতে একদম ভাল লাগে না, কিন্তু manual টা না দেখলে আসলে বোঝা দূরুহ যে Open Source Community জিনিষটাকে সহজ করতে কত কষ্ট করেছে!)
আচ্ছা বোঝায়ে বলেন, আসলে কিভাবে ঠিকমতো চালাব? তাহলে চলেন শুরু করি।
প্রথমে জায়গা দখলঃ মানে একটা ভাসমান (virtual) HDD তৈরী করতে হবে। খুব সহজ; প্রথমে new আছে না উপরে, ওইখানে click করেন। দেখবেন নাম চায় এবং কোন OS install করবেন select করে ফেলেন। দেখবেন তারপরে আপনাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে, দেন continue. চলে আসবে virtual disk তৈরীর জিজ্ঞাসা। বলেন ভাই যা করবো নতুন করবো, বলেই সামনে আগান; Dynamic Expanding Storage Select করে শেষ করেন।
এইখানে দেখবেন যাই তৈরি করতেছে সবই একেকটা Disk Image File (যেমনঃ vdi, vmdk, vhd, hdd)। তারপর যেহেতু জায়গা দখলের ব্যাপার আছে তাই জায়গা বলে দিন ( তার আগে দেখে নিয়েন আপনার Physical HDD তে জায়গা আছে কিনা ঠিকমতো)।
এখন যেই নতুন icon টা তৈরী হয়েছে তার উপর click করে start button এ চাপ দিন, দেখবেন সুন্দর একটা box Open হয়েছে। যে OS টা install করবেন তার Source File চেয়ে বসবে এখানে; আপনিও তাকে বলেন কোথায় আছে তা (যদি CD/DVD থেকে OS install করেন তা চিনিয়ে দিন অথবা যদি image যদি ব্যবহার করতে চান সেটাও দেখিয়ে দিন)।
তারপর পছন্দের OS টি install করে নিন।
আপাতত এতটুকুই!!
বিস্তারিত জানতে ঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন