বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১১

আত্নকথন (ক্ষন)

প্রায়ই মনের ভিতর থেকে জমে থাকা দীর্ঘশ্বাস বের হয়; মনে হয় নিজেকে বড্ড ক্লান্ত --এ মনের ক্লান্তি ।আমি ক্লান্ত শ্রান্ত মন নিয়ে নিজেকে আর দেখি না, দেখি ফেলে আসা চাওয়া-পাওয়ার হিসেব নিকেষ। তারপর একটা সময় আবার ফিরে আসি সহজ পৃথিবীতে -- হয়তো এভাবে হারিয়ে যাওয়াতেই আমার আনন্দ। 

আমার জীবনের বড্ড বেশি সময় কেটেছে ভাব আর আবেগের সংমিশ্রনে নিজেকে খুঁজে ফিরতে ফিরতে। সেই যে কবে নিজেকে খোঁজা শুরু হয়েছিল, তা আজও চলছে...হয়তো চলবে জীবনের শেষক্ষন পর্যন্ত। তবে এই খুঁজতে গিয়ে নিজেকে অনেক ভাবে চিনেছি; চিনেছি ভাংগা-গড়া, পার্থিব বা অপার্থিবের পার্থক্য। জীবনে একদিকে পেয়েছি ভালবাসার আনন্দ, অন্যদিকে হারিয়েছি কত ভাললাগার ক্ষন। সময় যেভাবে দিয়েছে, সেভাবেই কেড়ে নিয়েছে, হয়তো আরও নিবে-দিবে। তবুও দিন শেষে মনটাকে হারিয়ে বসি,  বিকেলের শেষ রাঙ্গা রোদকে দেখার মুগ্ধতায় বারবার আক্রান্ত হই; ভেবে বসে থাকি একটা ক্ষনের জন্য, শুধু একটা ক্ষন ... ...।

রবির এই গান টা শুনেই যাচ্ছিঃ স্বপন দোহে চিনু কি মোহে //






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন