হিন্দি একটা নতুন সিনেমা দেখলাম সূর্যসেন, প্রীতিলতাদের নিয়ে; দেখে খুবই অস্থির লেগেছে। খালি বারবার মনে হচ্ছিলো এতো খাপছাড়া ভাবে এত অপরিষ্কার ভাবে সিনেমাটা না বানালে কিইবা ক্ষতি হতো!? আসলে এই ব্যাপার গুলো চলমান পর্দায় তুলে ধরতে যে পরিমান পিছনের কাজ দরকার তা না করে এইভাবে জোর করে ইতিহাসকে নিয়ে টানাহেঁচড়া করলে বরং তাকে খাঁটো করা হয়। ইতিহাস বিশেষ করে বিপ্লবী মানুষগুলোর আত্নত্যাগ তুলে ধরতে আমরা সবাই ব্যার্থ বলেই আজ এ করূন অবস্থা।
হিন্দি একটা নতুন সিনেমা দেখলাম সূর্যসেন, প্রীতিলতাদের নিয়ে; দেখে খুবই অস্থির লেগেছে। খালি বারবার মনে হচ্ছিলো এতো খাপছাড়া ভাবে এত অপরিষ্কার ভাবে সিনেমাটা না বানালে কিইবা ক্ষতি হতো!? আসলে এই ব্যাপার গুলো চলমান পর্দায় তুলে ধরতে যে পরিমান পিছনের কাজ দরকার তা না করে এইভাবে জোর করে ইতিহাসকে নিয়ে টানাহেঁচড়া করলে বরং তাকে খাঁটো করা হয়। ইতিহাস বিশেষ করে বিপ্লবী মানুষগুলোর আত্নত্যাগ তুলে ধরতে আমরা সবাই ব্যার্থ বলেই আজ এ করূন অবস্থা।
উত্তরমুছুন