রবিবার, ২ মে, ২০১০
নিজের সাথে লুকোচুরি ছাড়া এ যেন আর কিছু নয়
মাঝে মধ্যে নিজেকে বড্ড অসহায় মনে হয়; মনে হয় এ কোন দেশে জন্মালাম? নিজের সহজ বাকস্বাধীনতা যেখানে নেই, মিথ্যের প্রতিবাদ করার ক্ষমতা যেখানে নেই; বড্ড অসহায় মনে হয় তাই আমার এ দেশের পরতে পরতে। মানুষ খুব অদ্ভূত ভাবে মুহুর্তে মিথ্যা কথা বলে ফেলে, আমি অবাক হই। আবার সেই মিথ্যা নিয়েই জোরাজোরি করে, এতে আরো অবাক হই।খুবই খারাপ লাগে, মনে হয় - এতো পড়াশোনা, ভাল চাকুরি – এ সব করেই বা কি লাভ? সহজ কথাতো সহজ ভাবে বলতে পারছি না।চারপাশের মিথ্যের ছায়া এত বেশি অন্ধকার করে ফেলেছে, এখন যেন সত্যের আলো সহজে পৌছতে পারছে না আমাদের কাছে।
এমতাবস্থায় মন খারাপে আচ্ছন্ন হয়ে বাসায় বসে থাকা ছাড়া যেন আর কোন উপায় নেই। খুব অদ্ভুতভাবে দিনাতিপাত হয় তখন।নিষ্কলূষ হতাশা থেকে মুক্তি পাবার জন্য তখন খুজে বেরাতে হয় নানা সস্তা উপায়।
---------------------------------------------------------------------------------
*লেখাটি একান্তই নিজস্ব অনুভূতির বহিঃপ্রকাশ, মন্তব্য নিষ্প্রয়োজন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন