IELTS এর রেজিস্ট্রেশন এর আগে আপনি কিছু বিষয়ে আপনার অবস্থা যাচাই করে নিন।
প্রথমেই, IELTS দেবার আগে জেনে নিন পরীক্ষার ফরম্যাট, মার্কস, কত পেলে কত ব্যান্ড হবে। সাধারনত প্রত্যেকটি পরীক্ষায় (লিখিত,পঠিত,কথোপকথন,শোনা) ৪০-এ ৩৪ এর উপর পেলে ৭ ব্যন্ড আসবে।এটাও জেনে নিন আপনার আসলে কত band score দরকার।
বাংলাদেশে IELTS রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেতে হবে, ব্রিটিশ কাওন্সিল > http://www.britishcouncil.org/bangladesh-exams-ielts-venues-and-timetables.htm
অথবা আই,ডি,পি > http://www.bangladesh.idp.com
ভাল প্রস্তুতির জন্য Cambridge IELTS প্রথমে শেষ করবেন; তারপর বাজার থেকে listening এর জন্য প্রায় সবগুলো বই শেষ করবেন। বৈচিত্রময় listening পার্ট সম্পর্কে ধারনা না থাকলে আসল পরীক্ষায় খারাপের সম্ভাবনা অনেক বেশি। মজার ব্যপার হলো ইদানিং GT-তে অস্ট্রেলিয়ার geography/wild life নিয়ে প্যারাগ্রাফ বেশি আসছে।
পরীক্ষায় শুধু পেন্সিল দিয়ে লিখতে হবে, উত্তর upper case letter-এ লিখবেন, কাটা-ছেড়া যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।সাধারনত CoSonic-এর বড় headphone গুলো ব্যবহার করা হয় পরীক্ষায়; চেষ্টা করবেন practice-এর সময় তা ব্যবহার করতে।৩ ঘন্টার বেশি সময় লেগে যায় listening, reading, writing শেষ করতে।
http://www.ielts-blog.com
এই সাইটে পাবেন recent IELTS Exam-এর প্রশ্নাবলী।
Speaking এর জন্য দেখবেন কিউ কার্ডের টপিকস্; ভাল সাহায্য পাবেন এখান থেকে। Speaking practice-এর জন্য এক মিনিট সময়ের মধ্যে টপিকসে্র পয়েন্ট গুলো একটা স্লিপে লিখুন, তারপর ৫ মিনিট অনবরত বলে যান, মনে রাখবেন পরীক্ষায় examiner আপনার বানানের শুদ্ধতা যত না দেখবে, তার চেয়ে বেশি দেখবে আপনার অনবরত কথা বলার ক্ষমতা।
সব শেষে পরীক্ষার ফলাফল দেখুন এখানে > http://ielts-results.britishcouncil.org/forms/frmMain.aspx
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন